বিমান বিধ্বস্ত: উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ২৩ জন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় হাসপাতালের সহকারী পরিচালক এ এস এম রাকিবুল ইসলাম আকাশ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ এস এম রাকিবুল ইসলাম বলেন, ‘দুপুরের পর থেকে আমাদের হাসপাতালে ১৬০ জন চিকিৎসা নিয়েছেন। যাঁদের মধ্যে ৪০-৪৫ জনের অবস্থা গুরুতর, সবার শরীর ৭০-৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এখন ২৩ জন উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল আছে।’
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।
আজ বিকেল পাঁচটার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। সে অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকা: আহত ১৪, নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত নেই, নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২; উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই।