শেল্টেকে্র হাত ধরে জলসিঁড়িতে গড়ে উঠুক আপনার স্বপ্নের ঠিকানা
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা চৌধুরী সাহেব দীর্ঘদিন ধরে এমন একটি অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন, যেখানে আধুনিক ও নাগরিক সুযোগ-সুবিধার পাশাপাশি থাকবে প্রকৃতির ছোঁয়া। তাঁর কল্পনায় রয়েছে এমন এক জায়গা, যেখানে রয়েছে সবুজের মাঝে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ।
সম্প্রতি তিনি পত্রিকায় জলসিঁড়ি আবাসন ও শেল্টেক্ সম্পর্কিত একটি সংবাদ পড়ার পর থেকেই জলসিঁড়ি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া শুরু করেন।
চৌধুরী সাহেব জানতে পারলেন, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জলসিঁড়ি আবাসন প্রকল্পটি প্রায় ২ হাজার ১৩৩ একরজুড়ে বিস্তৃত, যেখানে ভবন নির্মাণের জন্য ব্যবহৃত হচ্ছে মাত্র ৫২ শতাংশ জমি, আর বাকি ৪৮ শতাংশ রাখা হয়েছে সবুজ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য। এই প্রকল্পের পরিবেশবান্ধব ভাবনায় সাড়া দিয়ে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্টেক্ (প্রা.) লিমিটেড।
চৌধুরী সাহেব শুধু খোঁজখবর নিয়েই থেমে থাকেননি, তিনি নিজেই সময় নিয়ে জলসিঁড়িতে গিয়ে শেল্টেকে্র একাধিক প্রকল্প সরেজমিন পরিদর্শন করে এসেছেন। জলসিঁড়িতে পরিবেশসচেতন ডিজাইন ও প্রকৃতিবান্ধব নির্মাণকে অগ্রাধিকার দিয়ে শেল্টেক্ ইতিমধ্যেই শেল্টেক্ আস্থা, শেল্টেক্ অবকাশ নীড়, শেল্টেক্ মেরাজসহ ২০টিরও বেশি প্রকল্পে ১৬০টিরও বেশি অ্যাপার্টমেন্টের কাজ শুরু করেছে।
জলসিঁড়িতে শেল্টেকে্র অ্যাপার্টমেন্টগুলো ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ স্কয়ার ফিটের সিঙ্গেল ইউনিট হিসেবে নির্মিত হচ্ছে। যার প্রায় প্রতিটিতেই থাকছে নান্দনিক লাউঞ্জ, ছাদবাগান, জেন গার্ডেন, কমিউনিটি হলসহ বিশ্বমানের আধুনিক সব সুবিধা। জলসিঁড়ি আবাসনে আরও থাকছে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, খেলার মাঠ, সুবিশাল সেন্ট্রাল মসজিদ, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, বিলাসবহুল পাঁচ তারকা হোটেল, লেকসাইড ওয়াকওয়ে, সাইকেল ট্র্যাক, সেন্ট্রাল পার্ক এবং আধুনিক গলফ কোর্সের মতো সুযোগ-সুবিধা প্রকল্পটিকে করে তুলেছে অনন্য। এ ছাড়া জলসিঁড়ির অভ্যন্তরে রয়েছে প্রশস্ত ৬১৩ একরের রোড নেটওয়ার্ক, যার কারণে ট্রাফিক জ্যামের কোনো ভয় নেই।
চৌধুরী সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, শেল্টেক্ অ্যানিভার্সারি ফেয়ার ২০২৫-এ তিনি জলসিঁড়ি আবাসনে শেল্টেকে্র একটি ফ্ল্যাট বুক করবেন। ১৫ মে, ২০২৫ পর্যন্ত চলমান এই মেলায় ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস বুকিং করলেই থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার।
আজ তাঁর বন্ধু ও সহকর্মী ফয়সাল সাহেব বাসায় আসছেন দাবা খেলতে, যিনি নিজেও ঢাকার যানজট ও দূষণ থেকে একটু মুক্তির আশায় একটি নিরিবিলি ঠিকানার খোঁজে আছেন। চৌধুরী সাহেব ভেবেছেন, তাঁর বন্ধুর সঙ্গে শেয়ার করবেন জলসিঁড়ি আবাসনে শেল্টেক্ অ্যাপার্টমেন্টের কথা; সবুজে ঘেরা, নির্মল পরিবেশে গড়ে ওঠা এক আধুনিক জীবনের নতুন সম্ভাবনার কথা, যা হতে পারে ভবিষ্যতের ঢাকায় তাঁর কাঙ্ক্ষিত ঠিকানা।
ওভিসিটি দেখতে ক্লিক করুন এই লিংকে—‘ট্রাফিক আর পলিউশান-চৌধুরী সাহেব দিলেন সলিউশান!’
জলসিঁড়ি আবাসনের বিভিন্ন সেক্টর থেকে আপনার পছন্দের শেল্টেকে্র অ্যাপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে বা বুকিং করতে কল করুন শেল্টেকে্র হটলাইন ১৬৫৫০ নম্বরে অথবা ভিজিট করুন https://www.sheltech-bd.com/