সাংবাদিকদের ওপর হামলার নিন্দা বিএফইউজের

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। তাঁরা এ হামলার জন্য বিএনপি–জামায়াতকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার বেলা দুইটায় বিএনপির মহাসমাবেশ ছিল। সমাবেশ ঘিরে কাকরাইলে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিজয়নগর, শান্তিনগর ও সেগুনবাগিচা এলাকায়।

এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ শনিবার এক বিবৃতিতে বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির কর্মীদের হামলায় অন্তত ১০ জন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে গণমাধ্যমকর্মীদের ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।’

বিবৃতিতে নেতারা আরও বলেন, বিএনপির ডাকা সমাবেশে যোগ দেওয়া নেতা–কর্মীরা নগরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাতে গেলে সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিকেরা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি ও জামায়াতকর্মীরা। তাঁরা সাংবাদিকদের ওপর হামলা করেন।

বিএফইউজে বলেছে, হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া সাংবাদিক শেখ নাসির, রাজারবাগ এলাকায় আহত হন একুশে টিভির সাংবাদিক তৌহিদুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুর রহমান, নাইটিঙ্গেল মোড়ে ভাঙচুর করা হয় যমুনা টেলিভিশনের একটি গাড়ি। এ ছাড়া আরামবাগ মোড়ে নটর ডেম কলেজের সামনে বিএনপির কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ভোরের কাগজের ফটোসাংবাদিক মাসুদ পারভেজ আনিস। নাইটিঙ্গেল মোড়ে বিএনপি কর্মীদের হাতে আহত হয়েছেন সময় টিভির সাংবাদিক মারুফ। হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক রাফসান জানি।

বিএফইউজের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীরা যাতে কোনো ছাড় না পান।