নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির আবেদন

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল শুক্রবার মহাসমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে নতুন করে আবেদন করেছে বিএনপি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে এ আবেদন করা হয়েছে।

গতকাল বুধবার রাতে আবেদন পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী ও অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা।

আরও পড়ুন
আরও পড়ুন

ডিএমপির একটি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলের আগে ডিএমপি কমিশনারের কাছ থেকে অনুমতি পাওয়ার সম্ভাবনা কম।

এদিকে আজ ঢাকায় মহাসমাবেশ করার অনুমতি চেয়ে গত সোমবার ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছিল বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ করতে চেয়েছিল দলটি।

তবে ডিএমপির পক্ষ থেকে গতকাল বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে বলা হয়। এরপর বিএনপি কর্মসূচি পরিবর্তন করে আগামীকাল মহাসমাবেশ করার ঘোষণা দেয়। এখন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।

আরও পড়ুন