গ্রামীণফোনের ‘অ্যাপসিটি’ নামে অ্যাপ মার্কেটপ্লেস চালু

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন অ্যাপসিটি নামে অ্যাপ মার্কেটপ্লেস চালু করেছেছবি: গ্রামীণফোনের সৌজন্যে

দেশের বেসরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস ‘অ্যাপসিটি’ চালু করেছে। অ্যাপ ডেভেলপার এবং পাবলিশারকে বিটুবি ও বিটুসি গ্রাহকের সঙ্গে যুক্ত করবে অ্যাপসিটি। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘অ্যাপসিটি’ বিশেষ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ বলেন, অ্যাপসিটি শুধু ডেভেলপারদেরই ক্ষমতায়িত করবে না, পাশাপাশি সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতার অগ্রগতিতেও ভূমিকা রাখবে।  

অ্যাপসিটি অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার এজ এ সার্ভিস  (সাস) সলিউশনস নিয়ে আসবে। এতে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড, আইওএস এবং টেলকো এপিআই সুবিধা রয়েছে। অ্যাপসিটি নন-কোডারদের অ্যাপ ডেভেলপমেন্টে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে নতুন পথ উন্মোচন করবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

প্রচলিত অর্থ পরিশোধের পদ্ধতির পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সুবিধাও রয়েছে অ্যাপসিটিতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম ও চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ।