পরশু থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

পদ্মা সেতুতে মোটরসাইকেলফাইল ছবি

এবার পবিত্র ঈদুল ফিতরে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে মোটরসাইকেল চলাচল করবে। সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন প্রথম আলোকে এসব কথা জানান।

মো. মনজুর হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। এ জন্য টোল আদায়ে কোনো বুথ করা হবে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, বুথ করার সময় কম। তবে চেষ্টা করা হবে।

এদিকে গণভবনে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলবে। সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। ঘণ্টায় মোটরসাইকেলের গতি থাকবে ৬০ কিলোমিটার।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।