বাংলাদেশের জলবায়ুযোদ্ধাদের গল্প নিয়ে ২৫ মিনিটের প্রামাণ্যচিত্র

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে নির্মিত প্রামাণচিত্রটির ট্রেলার ২ ডিসেম্বর প্রকাশ করা হয়েছেছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে বাংলাদেশের মানুষ কীভাবে টিকে থাকছে, তা তুলে ধরা হয়েছে ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রে। এই প্রামাণ্যচিত্র তৈরি করেছেন ‘স্টোরিজ অব চেঞ্জ’–এর একটি দলের সদস্যরা। প্রামাণ্যচিত্রটি নির্মাণের জন্য তাঁরা গত বছর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরেছেন। দেশের উত্তরের হাওরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণের দ্বীপ এলাকাগুলোতে গিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখেছেন এবং সেসব চিত্র তুলে এনেছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৮–এ জলবায়ু নিয়ে কাজ করে আন্তর্জাতিক মহলে পরিচিত মুখ হয়ে ওঠা বাংলাদেশি তরুণ আবুল বাশার রহমান এই প্রামাণ্যচিত্র উন্মুক্ত করেন।

দুবাইয়ে চলমান জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৮–এ প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আবুল বাশার রহমান। ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রামাণ্যচিত্রটির প্রদর্শনীতে সাবের হোসেন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রয়েছে গ্লোবাল নর্থের (শিল্পোন্নত) দেশগুলোর। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ক্ষত সয়ে চলেছে বাংলাদেশসহ গ্লোবাল সাউথের (উন্নয়নশীল ও স্বল্পোন্নত) দেশগুলো। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে এসব দেশের সেই দুর্দশার মধ্য দিয়ে যাওয়ার বিষয়টির স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রামাণ্যচিত্র তৈরির পাশাপাশি ‘স্টোরিজ অব চেঞ্জ’-এর দলটি বাংলাদেশের একটি জলবায়ু মানচিত্র তৈরি করেছে। তরুণ ও শিক্ষক–গবেষকদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এটি এমন একটি ওয়েব টুল হয়ে দাঁড়িয়েছে যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করার জন্য তহবিল সংগ্রহ করা যাবে।

কপ২৮ এর সমাপনী উপলক্ষে ১১ ডিসেম্বর সম্মেলনের ফুড সিস্টেম প্যাভিলিয়নে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হবে। জলবায়ু নিয়ে এই কর্মপ্রচেষ্টায় ইবিএল, আইসিসিসিএডি এবং বাংলাদেশে সুইডেন ও কানাডা দূতাবাস পৃষ্ঠপোষকতা করেছে। এর গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।

প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের জলবায়ুযোদ্ধা ব্যক্তিদের প্রতি সংহতির প্রকাশ ঘটবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং তহবিল সংগ্রহে বাংলাদেশের সঙ্গে প্রচেষ্টার সঙ্গেও একাত্মতা জানানো হবে।

ইতিমধ্যে প্রামাণ্যচিত্রটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। আর জলবায়ু মানচিত্রটির লিংক: atlas:atlas.storiesofchange.co।