ক্যানসারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী খানমের মৃত্যু

অধ্যাপক শিল্পী খানমছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিল্পী খানম আর নেই। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, প্রায় দুই বছর ধরে বোনম্যারো ক্যানসারের চিকিৎসা চলছিল শিল্পী খানমের। প্রথম দিকে ভারতে চিকিৎসা নিয়েছেন তিনি। এক বছর ধরে দেশেই তাঁর চিকিৎসা চলছিল।

শিল্পী খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান মিল্টন বিশ্বাস। তিনি বলেন, ‘ক্যানসারে মৃত্যু জানিয়ে গেল শিক্ষক হিসেবে কতটা অসহায় আমরা। ব্যয়বহুল চিকিৎসা নিয়ে তাঁর পরিবারকে বিচলিত হতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা চেষ্টা করেছেন, কিন্তু আর্থিক নিশ্চয়তা দিতে পারেননি।’