সাংবাদিক হত্যা: ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ডে গ্রেপ্তার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাহমুদুল আলম ওরফে বাবু বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউপির চেয়ারম্যান ছিলেন। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বর্বর ওই হত্যাকাণ্ডের ঘটনায় চেয়ারম্যান মাহমুদুল আলমকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে মাহমুদুল আলমকে জবাব দিতে হবে। এ–সংক্রান্ত এক নথিতে আজ সই করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলমসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইউপি চেয়ারম্যান মাহমুদুলের নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলা হয়েছিল।