ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৭৬৪

মো. কারিমুল ইসলামছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

ওই ব্যক্তির নাম মো. কারিমুল ইসলাম (২২)। ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে তিনি গুলিবিদ্ধ হন। কারিমুলের স্ত্রী ময়না বেগম অন্তঃসত্ত্বা।

এ নিয়ে আন্দোলন ঘিরে সংঘর্ষে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত অন্তত ৭৬৪ জনের মৃত্যু হলো।

কারিমুল ইসলাম যাত্রাবাড়ীর বড় বাজার লেবু ভান্ডার আড়তের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই মাহমুদুল হাসান। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়।

যাত্রাবাড়ীর কুতবখালী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন কারিমুল। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

ছোট ভাই বলেন, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে বুক, ডান হাত ও থুতনিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন কারিমুল ইসলাম। ওই দিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, মো. কারিমুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত জুলাই ও আগস্ট মাসে গুলি, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় অনেকে ঘটনাস্থলে নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত অনেকের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।