পঞ্চমের পঞ্চম প্রদর্শনীর উদ্বোধন

উদ্বোধনের পর পঞ্চমের পঞ্চম প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথি ও আয়োজকেরা। রোববার ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে।
ছবি: আশরাফুল আলম

৩২ জন শিল্পীর আঁকা শিল্পকর্ম নিয়ে শুরু হলো পঞ্চমের পঞ্চম প্রদর্শনী। রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে আজ রোববার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ আজিজুল হক বলেন, ঐক্যের মধ্য দিয়ে সব সময় শিল্প হয় না, তবে শিল্পের জন্যই সম্মিলিত হওয়ার গুরুত্ব রয়েছে। হারিয়ে যাওয়া অনেক শিল্পী সম্মেলনের মধ্য দিয়ে আবার শিল্পের সঙ্গে যুক্ত হন। বন্ধুদের সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে শিল্পী শিল্পের আনন্দের সঙ্গে থাকেন। এ সময় তাঁর বক্তব্যে চারুকলা অনুষদে শিক্ষকতাকালের নানা স্মৃতি উঠে আসে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আবুল বারক আলভী। তিনি বলেন, পঞ্চমের প্রদর্শনীতে শিল্পীরা নিজের ইচ্ছেমতো ছবি এঁকেছে, তাই অনেক রঙিন ছবির উপস্থিতি আছে এখানে। প্রদর্শনীর পাশাপাশি পুরোনো সহপাঠী, বন্ধুদের মধ্যে দেখা হচ্ছে অনেক দিন পর। এখান থেকেও শিল্পের প্রেরণা উঠে আসে।

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ছেলে শিল্পী আহমেদ নাজির বলেন, বন্ধুত্বের কোনো বয়স হয় না।

সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সংগীত ‘ও আমার দেশের মাটি তোমার ’পরে ঠেকাই মাথা’ পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চমের পঞ্চম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী রানিয়া আলম। আয়োজকদের একজন শিল্পী রাশেদ কামাল বলেন, প্রদর্শনীর মাধ্যমে এই সম্মেলন তাঁদের প্রাণের এক আয়োজন।

‘পঞ্চম’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি দল। ২০১৬ সাল থেকে প্রতিবছর ১ অক্টোবর তাঁরা নিজেদের আঁকা ছবি নিয়ে আয়োজন করে আসছে প্রদর্শনীর। এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে কলমে আঁকা বস্তির দৃশ্য, সুতা দিয়ে তৈরি সংঘর্ষ নামের মিশ্র মাধ্যমের শিল্পকর্ম, অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা জীবনের গল্প বা রঙিন কাগজ দিয়ে তৈরি অরোরার মতো অনেক ব্যতিক্রমী শিল্প।

সফিউদ্দীন শিল্পালয়ে পঞ্চম প্রদর্শনী চলবে ৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য।