নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ই-নামজারি, লাগছে গড়ে ৪৩ দিন

ভূমি মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের নির্ধারিত সময়ের মধ্যে জমির নামজারির আবেদন বা মামলার কাজ শেষ হচ্ছে না। একটি নামজারির কাজ শেষ করতে সময় লাগছে গড়ে ৪৩ দিন। ভূমি মন্ত্রণালয়ের গত ৯০ দিনের তথ্য বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৯০ দিনে সারা দেশে ৭ লাখ ৩২ হাজার ২৩১টি নামজারির আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৭ শতাংশ আবেদন নিষ্পত্তি করা হয়েছে, সময় লেগেছে গড়ে ৪৩ দিন।

নামজারি হচ্ছে জমির মালিকানাসংক্রান্ত সরকারি রেকর্ড হালনাগাদকরণ। এর মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভূমি বা জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নামে নামকরণ করা হয়।

আগে নামজারির কাজটি হতো হাতেকলমে। গত জানুয়ারি থেকে পুরোপুরি অনলাইনে এ ব্যবস্থা চালু হয়। সরকারের এ কার্যক্রম ই-নামজারি হিসেবে প্রচলিত। মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, নামজারির কাজটি ২৮ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। তবে প্রবাসীদের জন্য মহানগর এলাকায় ১২ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। মহানগর এলাকার বাইরে প্রবাসীদের জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে ৯ কার্যদিবস।

সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১০ কার্যদিবস আর গুরুত্বপূর্ণ, রপ্তানিমুখী বা বৈদেশিক বিনিয়োগপুষ্ট শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৭ কার্যদিবস।

মন্ত্রণালয়ের গত ৯০ দিনের তথ্য অনুযায়ী, নামাজির আবেদন নিষ্পত্তি করতে ঢাকা বিভাগে গড়ে ৩৯ দিন; বরিশালে ৪৩ দিন; ময়মনসিংহে ৪৪ দিন; রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে ৪৫ দিন এবং চট্টগ্রামে ৪৬ দিন সময় লেগেছে। জেলার হিসাবে গড়ে সবচেয়ে বেশি সময় লেগেছে ঢাকা বিভাগের গাজীপুর (৭৭দিন), চট্টগ্রাম বিভাগের মধ্যে ফেনী (৫৪ দিন), বরিশাল বিভাগের বরিশাল জেলা (৫৫ দিন), ময়মনসিংহ বিভাগে শেরপুর (৫৩ দিন), রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ (৬৭ দিন), খুলনা বিভাগে মাগুরা (৫৮ দিন), সিলেটের সিলেট জেলা (৫৯ দিন) এবং রংপুর বিভাগের রংপুর জেলায় (৫৫ দিন)।

নাম প্রকাশ না করার শর্তে ফেনী জেলার এক ব্যক্তি বলেন, তিনি ছাগলনাইয়া উপজেলায় থাকেন। ওয়ারিশসূত্রে তিনি জমি পেয়েছেন। কিন্তু নামজারিতে বিলম্বের কারণে জমি বুঝে পাচ্ছেন না, খাজনাও দিতে পারছেন না। তাঁর উপজেলায় একটি আবেদন বা মামলা নিষ্পত্তি করতে গড়ে ৭২ দিন সময় লাগছে বলে তিনি জানান।

এমন অবস্থায় গত সোমবার ই-নামজারির মামলা নিষ্পত্তিসংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের এক নির্দেশনায় অনিষ্পন্ন নামজারির মামলাগুলোর নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন অতিরিক্ত সময় লাগছে, তা ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস প্রথম আলোকে বলেন, ই-নামজারি তুলনামূলকভাবে নতুন। তাই আগে ম্যানুয়ালি যেসব আবেদন করা হয়েছিল, সেসব আবেদনের কারণে বেশ কিছু আবেদন অনিষ্পন্ন অবস্থায় ছিল। এ ছাড়া কিছু ক্ষেত্রে কাগজপত্রের ঘাটতি আছে, অনেকেই আবেদন করে ফি জমা দেননি, আবার মাঠপর্যায়ে বেশি বয়সী তফসিলদারদের অনলাইনে কাজ করার ক্ষেত্রে ঘাটতি আছে। মূলত, এসব কারণে ২৮ দিনের মধ্যে কাজ শেষ করা যাচ্ছে না। তবে আগামী ৬ মাসের মধ্যে এমন সমস্যা আর থাকবে না। তখন ২১ দিনের মধ্যেই কাজ শেষ করা হবে।