গ্রামীণফোনের ‘জিপিফাই আনলিমিটেড’ সেবা চালু
দ্রুতগতির তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এখন ঘরে বসেই পাওয়া যাবে। মোবাইল অপারেটর গ্রামীণফোন দেশে প্রথম ‘জিপিফাই আনলিমিটেড’ নামে এ সেবা চালু করেছে। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করা হয়।
জিপিফাই আনলিমিটেড সেবা নিতে হলে গ্রাহককে প্রথমে লিংকে গিয়ে সেবার জন্য আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে আসা হবে। সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে জিপিফাই সেবা দেওয়া হবে।
দুটি ভিন্ন দামের জিপিফাই সেবা রয়েছে, যা ১০ থেকে ৩২টি ডিভাইস সংযুক্ত করতে পারে। এতে মাসে ১ হাজার থেকে ১ হাজার ৯০০ টাকা পর্যন্ত প্যাকেজে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহক।
উদ্বোধনী আয়োজনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, জিপিফাই আনলিমিটেড বাংলাদেশের ডিজিটাল জগতে একটি পরিবর্তন আনবে। দূরে বসে কাজ করতে, আর্থিক অন্তর্ভুক্তি, অনলাইন শিক্ষা ও টেলিস্বাস্থ্যের ক্ষেত্রে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে।
বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত ইন্টারনেট সেবা প্রদান করতে জিপিফাই আনার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ দেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে আধুনিক প্রযুক্তির সহযোগে একটি নিরাপদ ও উপভোগ্য জীবনযাপন শুরু করার এখনই সময়। গ্রামীণফোন ডিজিটালভাবে অন্তর্ভুক্ত একটি সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।