ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোস্তাফিজুরকে সরিয়ে দেওয়া হলো

মো. মোস্তাফিজুর রহমান খানছবি: ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

একই প্রজ্ঞাপনে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আয়ন-বায়ন ক্ষমতাসহ এ দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। জারি করা আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

শাহেলা পারভীন
ছবি: ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নেওয়া

ছয় দফা দাবিতে গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।

একই দাবিতে গতকাল তাঁরা ঘোষণা দেন, বৃহস্পতিবার (আজ) সারা দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করবেন।