সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধানমন্ত্রীর চীন সফর: ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। চীন, ১০ জুলাই
ছবি: পিআইডি

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ উত্তরণ হলেও ঢাকা বরাবরই বাণিজ্যিক আর অর্থনৈতিক সহযোগিতায় জোর দিয়েছে। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত বেইজিং সফরেও বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ছিল অবকাঠামো উন্নয়নসহ অর্থনৈতিক অগ্রযাত্রায় সহায়তা বাড়ানো। বিস্তারিত পড়ুন...

প্রশ্ন বলে দিত চক্রটি, উত্তরপত্রে চিহ্ন দেখে নম্বর বাড়াতেন পুলিশ সুপার

মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সাবেক টিএসআই গোলাম রহমান এবং পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল সহকারী পিয়াস বালা
ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে বিশেষ চিহ্ন দিতেন চাকরিপ্রত্যাশীরা। ওই চিহ্ন দেখে পরীক্ষক তাঁদের বেশি নম্বরও দিয়েছেন। এভাবে ৩২ পরীক্ষার্থীকে বেশি নম্বরও দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন আসত, তা আগেই সাজেশন আকারে চাকরিপ্রত্যাশীদের কাছে পাঠানো হয়েছিল। এভাবে সাত চাকরিপ্রত্যাশীর কাছ থেকে নেওয়া হয় ৭৩ লাখ ৫০ হাজার টাকা। বিস্তারিত পড়ুন...

রাজপথ থেকে সরাতে শিক্ষার্থীদের চাপে রাখতে চায় সরকার

কোটা সংস্কারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণার পর শাহবাগ মোড় ছেড়ে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা, ১১ জুলাই
ছবি: দীপু মালাকার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নানাভাবে চাপে রাখতে চাইছে সরকার। ইতিমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ থেকে শ্রেণিকক্ষে নিতে চাপ প্রয়োগ শুরু করেছে সরকার। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান প্রকাশ করছে। সাপ্তাহিক ছুটির পর রোববার অফিস খোলার দিনে সড়ক দখল করে আন্দোলনে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বিস্তারিত পড়ুন...

দেশে হচ্ছেটা কী?

পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের একটা রুমে রাখা হতো। সেখানে প্রশ্ন ও উত্তর দুটোই শিখিয়ে দেওয়া হতো। একজন ড্রাইভার বাসা ভাড়া করা ইত্যাদি সামলাতেন। এই ড্রাইভার দেখা যাচ্ছে আইনস্টাইনের ড্রাইভারের চেয়েও স্মার্ট।
বিস্তারিত পড়ুন ...

১০০ বিমানে আসবেন অতিথিরা, অনন্তর বিয়েতে তারকাদের যাতায়াতে কত খরচ হচ্ছে

রাধিকা ও অনন্ত
ছবি: এনআই

একেই হয়তো বলে বিয়ের মতো বিয়ে। প্রায় এক বছর ধরে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। কখনো গুজরাটের জামনগরে, তো কখনো ইতালিতে। আর ইতিমধ্যেই মুম্বাইয়ে শুরু হয়ে গিয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান। বিস্তারিত পড়ুন...