ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেক চার দিনের রিমান্ডে
ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাভারের আশুলিয়া থানায় দায়ের করা রিয়াজুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম আজ বৃহস্পতিবার রিমান্ডের আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ কালাম খান।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আশুলিয়া থানায় দায়ের করা রিয়াজুল ইসলাম হত্যা মামলায় এম এ মালেককে আজ আদালতে হাজির করে পুলিশ। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আর আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট আশুলিয়া এলাকায় রিয়াজুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে এম এ মালেককে গ্রেপ্তার করে পুলিশ।
এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।