ইয়াবার মামলায় যুবকের ১৫ বছরের কারাদণ্ড
চার বছর আগে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম আবদুল ছোবহান। আজ মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে আদালত আসামিকে ১৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর নগরের চান্দগাঁও থানার কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশে একটি মাইক্রোবাস থেকে মো. আবদুল ছোবহানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাইক্রোবাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন চান্দগাঁও থানার উপপরিদর্শক মো. আব্দুল কাদের বাদী হয়ে মামলা করেন। একই বছরের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২০ সালের ৬ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।