শুভ সকাল। আজ ১৬ মে, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য একটি গোষ্ঠীকে দায়ী করে তিনি বলেছেন, ‘তাঁদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা আট মাস ধরে রয়েছে এবং তাঁদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তাঁরা আজকে এখানে এটা করেছেন।’ বিস্তারিত পড়ুন...
পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল মোড়ে কয়েক শ আন্দোলনকারী অবস্থান করছিলেন। বিস্তারিত পড়ুন...
২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরে আসে। জনগণের মধ্যে ব্যাপক আশা ছিল যে তারা বিএনপির চেয়ে ভালো একটি গণতান্ত্রিক বিকল্প হিসেবে কাজ করবে; বিএনপি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিল। তবে সেই আশা শিগগিরই নিরাশায় পরিণত হয়। বিস্তারিত পড়ুন...
জাপানিদের একাকিত্ব কীভাবে কমানো যায়, তা নিয়ে চলছে একাধিক গবেষণা। শোজির ব্যাপারে নমুরা রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শক আই সাকাতা বলেন, ‘জাপানিদের যেটির অভাব, শোজি সেটিই সরবরাহ করছেন। জাপানিদের মধ্যে এখন যাঁরা ভালোবাসা বা সঙ্গী খুঁজছেন না এবং দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়াতে চান না, তাঁরা এ ধরনের সেবাই চাইছেন। যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের একটি মৌলিক শর্ত হলো, তাদের পণ্য বা সেবার মাধ্যমে প্রয়োজন মেটাতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে তিনি (শোজি) আধুনিক চিন্তা করেছেন আর নিজেই একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন।’ বিস্তারিত পড়ুন...
১৯৮০-এর দশকের গোড়ার দিকে চীন ছিল একটি নিম্ন আয়ের দেশ। তখন দেশটির প্রতি ১০ জনের ৯ জন চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেন। দেশটির বর্তমান যে শিল্প খাত, তখন সেটির অস্তিত্ব ছিল না বললেই চলে। বিস্তারিত পড়ুন...