শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আজ ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে। আজ এ–সংক্রান্ত খবরটিতে বিপুল পাঠকের সাড়া মিলেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ‘বিতর্কিত’ আইনটি বাতিলের দাবিতে দেশে–বিদেশে প্রতিবাদ অব্যাহত আছে। এ–সংক্রান্ত নানা খবর আজ দিনজুড়েই ছিল। এ ছাড়া আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদন জগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ প্রতিবেদনে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...
হানজিলার রহমান ওরফে ঠান্ডু মিয়া ও তানজিলার রহমান ওরফে মন্টু মিয়ার জন্মের ব্যবধান মাত্র ১০ মিনিটের। একত্রে বেড়ে ওঠা দুই যমজ ভাই পড়ালেখাও করেছেন একই সঙ্গে। পড়ালেখা শেষে চাকরিও পেয়েছেন একই চিঠিতে। কর্মস্থলেও যোগ দিয়েছেন একই দিনে। অবসরের ক্ষেত্রেও তাই। বিস্তারিত পড়ুন...
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ২৪৪ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিলে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা, যা মার্চে ছিল ১ হাজার ৪২২ টাকা। বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপ ব্যর্থতায় ব্রাজিলের কোচের পদ থেকে তিতের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে তিতের জায়গায় ব্রাজিলের কোচ হিসেবে লুইস এনরিকে, জোসে মরিনিও এবং জিনেদিন জিদানসহ একাধিক নাম সামনে আসে। শেষ পর্যন্ত অবশ্য ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে টিকে ছিলেন আনচেলত্তিই। বিস্তারিত পড়ুন...
বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজি কলাগাছের তন্তু থেকে শাড়ি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন রাধাবতী দেবীকে। তখন তিনি একটু দমে গিয়েছিলেন। বলেছিলেন, ‘জীবনে কলাগাছের সুতা চোখে দেখি নাই। কীভাবে শাড়ি করব? নকশার বইও নাই।’ বিস্তারিত পড়ুন...