ব্যান্ড বাজিয়ে, নেচেগেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণ

নেচেগেয়ে, ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বিএসএমএমইউ’র নতুন উপাচার্য দীন মো. নূরুল হককেছবি: সাজিদ হোসেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে আজ বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক দীন মো. নূরুল হক। তাঁকে ব্যান্ড বাজিয়ে, নেচেগেয়ে, ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বেলা দেড়টার পর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন উপাচার্যকে বরণ শেষ হয়। সংবাদ সম্মেলন শেষ হওয়া পর্যন্ত উপাচার্য দপ্তরে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উপচে পড়া ভিড় ছিল।

সংবাদ সম্মেলনে নূরুল হক বলেন, ‘আজকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে অবিশ্বাস্য! আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এভাবে আমাকে গ্রহণ করবেন। প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেক অধ্যাপকের চেহারা আমি দেখেছি। প্রত্যেক চিকিৎসকের চেহারা দেখেছি। মেডিকেল অফিসার থেকে আরম্ভ করে, ক্লাস নিয়ে, ক্লাস ফেলে এখানে এসেছেন। আমাকে সাদরে গ্রহণ করেছেন বলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে এই যে বর্ণাঢ্য, আমাকে যে গ্রহণ করলেন, অবিশ্বাস্য বর্ণাঢ্য যে অনুষ্ঠান হলো, সেটা আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে। আমার জীবনে শ্রেষ্ঠতম দিন হয়তো আজকে।’

এ আয়োজন উপভোগ করার জন্য তাঁর স্ত্রী, দুই ছেলে, নাতিসহ অন্য আত্মীয়স্বজন এসেছেন বলেও জানান নতুন উপাচার্য।

নতুন উপাচার্য দীন মো. নূরুল হক প্রথমে বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দোয়া ও মোনাজাত করার পর দপ্তরে গেলে সদ্য বিদায়ী উপাচার্য শারফুদ্দিন আহমেদ তাঁকে চেয়ারে বসিয়ে দেন। নতুন উপাচার্য ফুল দিয়ে সাবেক উপাচার্যকে বিদায় জানান।

নূরুল হক জানান, আগামীকাল শুক্রবার সকালে বিএসএমএমইউর চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। এ সময় আত্মীয়স্বজন ও এলাকাবাসীও থাকবেন বলেও জানান তিনি।

এদিকে সম্প্রতি বিএসএমএমইউর সদ্য বিদায়ী উপাচার্য শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে নিয়োগ–বাণিজ্যের অভিযোগ তুলে তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সংগঠনের শিক্ষকেরা। তাঁদের সঙ্গে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কার্মচারী ও নার্সরাও। শারফুদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারীকে চড়থাপ্পড় দিয়ে উপাচার্যের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। সদ্য বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির এমন অভিযোগের মধ্যে বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসেবে আজ দীন মো. নূরুল হক দায়িত্ব গ্রহণ করলেন।

আজকের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সদ্য সাবেক উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি টাকা ছাড়া কোনো নিয়োগ ও পদোন্নতি দেননি। এ বিষয়ে বিভাগীয় তদন্ত করবেন কি না?

কাগজপত্রে সই করে দায়িত্ব বুঝে নেন নতুন উপাচার্য। পাশে বসা আছেন সদ্য বিদায়ী উপাচার্য শারফুদ্দিন আহমেদে
ছবি: সাজিদ হোসেন

জবাবে উপাচার্য দীন মো. নূরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে, অন্য সবার সঙ্গে কথা বলে এটা করতে হবে। আমি এখানে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য আসছিল। সবাই এখানে একজন আরেকজনের বিরুদ্ধে দোষারোপ করছিলেন। তার মানে কি এখানে ভালো লোক নেই?’

প্রত্যেক মানুষের মধ্যে একজন ভালো মানুষ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সেটা আবিষ্কার করব। আমার সঙ্গে কাজ করলে সে কোনো দিন খারাপ হবে না। কাজেই এটা নিয়ে চিন্তার কারণ নেই।’

নিজেকে কোনো গ্রুপের নয়, সবার দাবি করে নূরুল হক বলেন, ‘আমার পরিচয় একটাই, আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক। আমি শেখ হাসিনার লোক। আমি এ দেশের মানুষের জন্য কাজ করা লোক। আমি আর কোনো গ্রুপে যেতে চাই না।’

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল তাড়াতাড়ি পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতিও দেন নতুন উপাচার্য। এক প্রশ্নের জবাবে নূরুল হক বলেন, ‘এটা চালু করার মধ্যে কিছু জটিলতা আছে। তবে এটা তাড়াতাড়ি পূর্ণাঙ্গ চালু করতে হবে, এটাই আমার প্রতিজ্ঞা।’

বিশ্ববিদালয়ে শিক্ষা, সেবা ও গবেষণা হয়ে থাকে উল্লেখ করে নতুন উপাচার্য বলেন, বিএসএমএমইউ দেশের বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক তৈরি করে। সেটি যেন স্বচ্ছ হয় এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকেরা অবদান রাখতে পারেন, সে ধরনের শিক্ষক তৈরি করতে সাহায্য করবেন। বিএসএমএমইউর চিকিৎসার মান সিঙ্গাপুরের ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পর্যায়ে তিনি নিয়ে যেতে চান। গবেষণার জন্য যা যা লাগবে, সবই দেওয়া হবে বলেও জানান তিনি।