বিজিবির মহাপরিচালক পদে যোগ দিলেন এ কে এম নাজমুল হাসান

বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক পদে যোগ দিয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের কাছ থেকে আজ রোববার এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে। বিজিবিতে যোগ দেওয়ার আগে এ কে এম নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কে এম নাজমুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি লাভ করেন। তিনি রাজধানীর মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে আর্মি স্টাফ কোর্স এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) শেষ করেন।

১৯৮৬ সালের ১৫ জুলাই ১৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মধ্য দিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন এ কে এম নাজমুল হাসান। ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন তিনি।

এ কে এম নাজমুল হাসান স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসে জেনারেল স্টাফ অফিসার গ্রেড-৩ (প্রশিক্ষণ), একটি কম্পোজিট ব্রিগেডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুট্যান্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেল এবং আর্মি হেডকোয়ার্টার্সে ডেপুটি প্রভোস্ট মার্শালের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া এই সেনা কর্মকর্তা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সে (ডিজিএফআই) কর্নেল জেনারেল স্টাফ, কুমিল্লা; ডিটাচমেন্ট কমান্ডার, ঢাকা এবং ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ কে এম নাজমুল হাসান ১৯৯২ ও ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি অঞ্চলে কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে দায়িত্ব পালন করেন। তিনি দুটি পদাতিক ব্যাটালিয়ন, একটি মিলিটারি পুলিশ ইউনিট এবং একটি পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন। এ ছাড়া তিনি ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।