বেসরকারি খাতে ট্রেন ইজারা বন্ধের সুপারিশ
বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করা ৪০টি ট্রেনের ইজারার (লিজ) মেয়াদ শেষের পর নতুন করে ইজারা দেওয়া বন্ধে সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ট্রেন ইজারা দেওয়ার কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে মন্ত্রণালয়ে উপস্থাপন করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগের বৈঠকে সংসদীয় কমিটি রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বেসরকারি খাতে চলা দুটি করে ট্রেন এবং সরকারি ব্যবস্থাপনায় চলা দুটি করে ট্রেনের আয়–ব্যয়ের হিসাব দিতে বলেছিল। গতকালের বৈঠকে এ–সংক্রান্ত একটি হিসাব দেওয়া হয়। কিন্তু তাতে ব্যয়ের কোনো তথ্য দেওয়া হয়নি।
মন্ত্রণালয় বলেছে, ট্রেনভিত্তিক ব্যয়ের হিসাব আগে কখনো করা হয়নি। এটি নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরে কমিটি আগামী বৈঠকে এ–সংক্রান্ত একটি প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত তিন মাসে রেলওয়েতে মোট ৩১টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টির তদন্ত শেষে হয়েছে। বাকি ১৫টির তদন্ত প্রক্রিয়াধীন। তদন্তের সুপারিশ অনুযায়ী দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য রেলপথমন্ত্রী নূরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম, শফিকুল আজম খাঁন, সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন বৈঠকে অংশ নেন।