প্রিমিয়ার সিমেন্ট মিলসের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির সঙ্গে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড ও প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেডের একীভূতকরণ অনুমোদনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোডের সিটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার।
সভায় প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির (হস্তান্তর গ্রহণকারী কোম্পানি) সঙ্গে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড ও ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের (একত্রে হস্তান্তরকারী কোম্পানি) একত্রীকরণ বিষয়ে প্রস্তাবিত আমালগামেশন স্কিম সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
১৯৯৪ সালের কোম্পানি আইনের ধারা ২২৮ ও ২২৯ অনুসারে, হস্তান্তরকারী কোম্পানিগুলোর সমুদয় সম্পদ ও দায়সহ যাবতীয় কার্যক্রম হস্তান্তরিত হয়ে হস্তান্তর গ্রহণকারী কোম্পানির অধীন একীভূত হবে এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি হবে বিদ্যমান ও কার্যকর প্রতিষ্ঠান।
প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রস্তাবিত স্কিমের উদ্দেশ্য ও প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিচালক মো. আলমগীর কবির, মোহাম্মদ এরশাদুল হক; স্বতন্ত্র পরিচালক ফখরুল ইসলাম এবং এ কে এম দেলোয়ার হোসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. সেলিম রেজা ও কোম্পানির সেক্রেটারি কাজী মোহাম্মদ সফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার দেশের সৎ উদ্যোক্তাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে শিল্প খাতের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।
উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান পরিচালক মো. আলমগীর কবির।