মানবজমিনের সাংবাদিককে চুয়াডাঙ্গা পুলিশের তলবের ঘটনায় ডিইউজের নিন্দা

প্রতীকী ছবি

দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক কাজী মুহা. আফিফুজ্জামানকে (কাজী সোহাগ) চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে তলব করার ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানান ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। এই নোটিশ অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।

সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জেরে কাজী মুহা. আফিফুজ্জামানকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ হাজির হওয়ার নোটিশ দেন বলে ডিইউজের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, সংবাদ প্রকাশের জেরে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে সোহেল হায়দার চৌধুরী ও আকতার হোসেন বলেন, ‘প্রতিবেদন প্রকাশের জেরে পুলিশ প্রশাসন কোনো সাংবাদিককে এভাবে তলব করতে পারে না। তাঁরা কর্তৃপক্ষ বা আদালত নন। এটি অগ্রহণযোগ্য।’