আইএফআইসি ব্যাংক লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স

দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করে ‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ছবি: বিজ্ঞপ্তি

প্রায় ১ হাজার ৪০০–এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি গত শুক্রবার (২৪ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করে ‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’। বৃহত্তর খুলনা জোনের ১৫টি শাখা এবং ১১৮টি উপশাখার প্রায় তিন শতাধিক কর্মী নিয়ে আয়োজিত হয় দিনব্যাপী এ কনফারেন্স।

আইএফআইসি ব্যাংকের পরিচালক সাজ্জাদ জহির এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মীদের সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় আরও ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।