সম্প্রচার শেষ ০৭ আগস্ট ২০২৪

বিজিএমইএতে হট্টগোল, কমিটি ভেঙে দেওয়ার চাপ

  • অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে কঠোর বিজিবি 
  • পেরিয়েছে ৪৮ ঘণ্টা, কার্যত সরকার নেই দেশে
  • ১১ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা স্থগিত
  • নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিপুল সমাগম 
  • ঢাকায় হাইকমিশন থেকে অনেক কর্মকর্তাকে দিল্লি নিয়ে গেল ভারত
০৯: ২৩ , আগস্ট ০৭

পাসপোর্ট ফিরে পেলেন খালেদা জিয়া

পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) তাঁর পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের পক্ষে তাঁর প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

এর আগে গতকাল চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে সাজা স্থগিতের সময় তাঁর স্বাভাবিক চলাচল ছিল না।

আরও পড়ুন
০৯: ২৩ , আগস্ট ০৭
এ এম আমিন উদ্দিন
ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন।

২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।

আরও পড়ুন
০৯: ২৩ , আগস্ট ০৭
আরও পড়ুন

রাজধানীতে ট্রাফিকের কাজে আজও দেখা গেছে শিক্ষার্থীদের

রাজধানী ঢাকার ট্রাফিকের কাজে আজ বুধবার দেখা গেছে শিক্ষার্থীদের। সড়ক যানবাহনের শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্থানে শিক্ষার্থীদেরও কাজ করতে দেখা যাচ্ছে।

রাজধানীর সড়কে যান চলাচল গতকাল মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি, কলাবাগান, মিরপুর রোড, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় যান চলাচল বেশি দেখা গেছে।

বাসের সংখ্যা অন্য সময়ের মতো না হলেও গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বেশি। এ ছাড়া ব্যক্তিগত যান, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচল বেড়েছে।

ঢাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেখা যায়নি। তবে গতকালের মতো আজও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্বপালন করছেন। কয়েক জায়গায় তাঁদের সঙ্গে আনসার সদস্যও রয়েছেন।

আরও পড়ুন
০৯: ২৩ , আগস্ট ০৭
সীমান্তে বিজিবি কড়া নজরদারিতে
ছবি- প্রথম আলো

অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে কঠোর বিজিবি 

অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এ বিষয়ে তথ্য দিতে জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। বুধবার ঢাকায় বিজিবির জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

বিজিবিকে এ সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য-০১৭৬৯৬০০৬৮২ এবং ০১৭৬৯৬২০৯৫৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন
০৯: ২৩ , আগস্ট ০৭

পেরিয়েছে ৪৮ ঘণ্টা, কার্যত সরকার নেই দেশে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে চলা সংঘাতের মধ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত সোমবার ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরে ওইদিন গণভবন, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে পড়ে মানুষ। সারা দেশের থানায় হামলার ঘটনা ঘটে।

এদিকে গতকাল মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ ভেঙে দেওয়ার পর এখনো মন্ত্রিসভা নেই। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও তিনি সরকারপ্রধান নন। অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যত দেশে সরকার আছে তা বলা যাবে না।

শেখ হাসিনা সরকারের পতনের পর ৪৮ ঘণ্টা হয়ে গেলেও এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে পুরো সরকার গঠন ও এর কার্যক্রম শুরু হয়নি।

শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বেলা চারটার দিকে প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের কথা জানিয়ে দ্রুতই রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছিলেন। পরে ওই দিন রাতে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্রুত একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য পেরিয়ে গেছে প্রায় ৪৮ ঘণ্টা। তবে এরই মধ্য আইজিপি, ডিএমপি প্রধান, র‌্যাবের প্রধান পদে নতুন মুখ এসেছে।

০৯: ২৩ , আগস্ট ০৭

১১ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা স্থগিত

১১ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাওয়া সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা সময়সূচি পরে জানানো হবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত ছিল। ১১ আগস্ট থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। তাই ১১ আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো আবার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

০৯: ২৩ , আগস্ট ০৭

নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিপুল সমাগম 

বিএনপির সমাবেশে বিপুল লোকের সমাগম। নয়াপল্টন, ঢাকা, ৭ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিপুল লোকের সমাগম হয়েছে। প্রধান বিচারপতির বাসভবন থেকে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। সমাবেশমঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ নেতারা রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেবেন।

ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল দুপুরে দেশে ফিরবেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস  আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। দায়িত্বশীল একটি সূত্রে এ খবর জানা গেছে।

ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়েছে, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

আরও পড়ুন
০৯: ২৩ , আগস্ট ০৭

ঢাকাসহ দেশের কিছু এলাকায় ডাকাতি, ছিনতাইয়ের কথা জানালেন বাসিন্দারা

রাজধানী ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এসব ঘটনার খবর পাওয়া যায়। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এলাকায় ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন।

ঢাকার মোহাম্মদপুর এলাকার কয়েকটি বাসার বাসিন্দারা বলেন, গতকাল রাতে সেখানে ডাকাতি হয়েছে। বসিলা এলাকার এক বাসিন্দা মো. সেকান্দার প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পাশের বাসায় এসে হামলা করে। জোরপূর্বক বাসার মূল ফটক খুলে তাঁরা নগদ টাকা, অলংকার লুট করে নিয়ে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

০৯: ২৩ , আগস্ট ০৭

ঢাকায় হাইকমিশন থেকে অনেক কর্মকর্তাকে দিল্লি নিয়ে গেল ভারত

ঢাকায় ভারতীয় হাইকমিশনের জরুরি নয় এমন অনেক কর্মকর্তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার সকালে তাঁরা ঢাকা থেকে দিল্লি এসে পৌঁছেছেন। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবর অনুযায়ী, এই সময়ে হাইকমিশনে কর্মরত যেসব কর্মীর উপস্থিতি জরুরি নয়, যাঁরা জরুরি কাজের সঙ্গে যুক্ত নন, তেমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকায় হাইকমিশন ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতীয় অ্যাসিসট্যান্ট হাইকমিশন রয়েছে। সেখানেও স্বাভাবিক কাজকর্ম চালু আছে বলে সূত্রের দাবি।

০৯: ২৩ , আগস্ট ০৭
কারাগার
প্রতীকী ছবি

কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে বন্দী, নিয়ন্ত্রণ সেনাবাহিনী

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্রোহ, মুল ফটক ভেঙে পালিয়ে গেছে ৪০ থেকে ৫০ জন বন্দী। কারারক্ষীদের গুলি ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কোনো অস্ত্র বা অন্য কিছু লুটের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। জেল সুপারের কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা প্রথম আলোকে বলেন, বিদ্রোহের ঘটনা হয়েছে। কয়েকজন বন্দী পালিয়েছে। পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

০৯: ৩৬ , আগস্ট ০৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খুলেছে, ক্লাস শুরু রোববার

২০ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল খুলছে আজ বুধবার। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বুধবার সকালে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ।

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভুত পরিস্থিতিতে গত ১৭ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন রয়েছে। এরপর বুধবার হলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

০৯: ৪৮ , আগস্ট ০৭
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান।
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করল পাকিস্তান

বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে বলে বুধবার দেশটির সংবাদমাধ্যম ডন–এর এক খবরে বলা হয়েছে। খবরে বলা হয়েছে কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। পাকিস্তান বলেছে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা ও ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কয়েকদিন ধরে বিক্ষোভের পর ‘শান্তিপূর্ণ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার’ আশা করছে পাকিস্তান।

১০: ৩০ , আগস্ট ০৭
ড. মুহাম্মদ ইউনূস
ছবি: রয়টার্স

আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়: ড. ইউনূস

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়েছে, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যাঁরা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন, আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত–নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’

ড. ইউনূস বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।’

দেশবাসীর উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।’

১১: ২১ , আগস্ট ০৭

তরুণেরা যে স্বপ্নে রক্ত দিয়েছে, তা বাস্তবায়নে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে: খালেদা জিয়া

ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়; ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেখানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। দীর্ঘদিন পর দলের সমাবেশে বক্তব্য দিলেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘দীর্ঘ আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শতশত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের সামনে নতুন সম্ভবনা নিয়ে এসেছে।’

১২: ২১ , আগস্ট ০৭
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
ছবি: আইএসপিআর

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল: সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। আজ বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

১৪: ৫৩ , আগস্ট ০৭
মো. তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে করা চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

১৫: ২৭ , আগস্ট ০৭
মণিপুর রাজ্যে সহিংসতায় গৃহহারা মেইতেই সম্প্রদায়ের মানুষকে পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে।
ছবি: এএনআই

বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর মণিপুরে কারফিউ জারি

বাংলাদেশ থেকে মানুষের অনুপ্রবেশ রোধে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য সরকার আজ বুধবার আসাম সীমান্তবর্তী দুই জেলা ফেরজাওল ও জিরিবামে কারফিউ (সান্ধ্য আইন) জারি করেছে। ওই জেলার ম্যাজিস্ট্রেটরা এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই, তবে মণিপুরের সঙ্গে দক্ষিণ আসামের সীমানা রয়েছে। যেহেতু আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাই এই কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। গত সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

১৭: ২২ , আগস্ট ০৭

বিজিএমইএতে হট্টগোল, কমিটি ভেঙে দেওয়ার চাপ

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের ওপর অনাস্থা জানিয়ে স্মারকলিপি দিয়েছে সাধারণ সদস্যদের একটি অংশ। তারা স্মারকলিপি দিয়ে কমিটি ভেঙে দিতে বর্তমান পর্ষদকে চাপ দেয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনায় বেশ হট্টগোল হয়েছে।

রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সাধারণ সদস্যদের ব্যানারে সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ফোরামের নেতা–কর্মীরাই মূলত স্মারকলিপি দেন। পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেন গত মার্চে অনুষ্ঠিত বিজিএমইএর নির্বাচনে ফোরামের দলনেতা ফয়সাল সামাদ ও ওয়েগা নিটেক্সের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী।