বিমানে দুর্নীতি আছে কি না আগে দেখতে হবে: ফারুক খান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানছবি: ফেসবুক থেকে নেওয়া

রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দুর্নীতি আছে কি না, তা আগে খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ রোববার সচিবালয়ে আসেন ফারুক খান। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিমানে দুর্নীতির অভিযোগ নিয়ে ফারুক খানকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মন্ত্রী বলেন, ‘বিমানে দুর্নীতি আছে, সেটা তো আমি স্বীকার করি না। আমাকে আগে দেখতে হবে।’

ফারুক খান বলেন, তিনি আগে এই মন্ত্রণালয়ে ছিলেন। এখানকার কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানেন। সেই অভিজ্ঞতার আলোকে এখানে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয়, সে দিকটা দেখা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিং কীভাবে আরও উন্নত করা যায়, কীভাবে আরও নতুন নতুন গন্তব্যে বিমান যেতে পারে, সেগুলো দেখার চেষ্টা করবেন তিনি।