মূল্যস্ফীতি কমবে, আশা অর্থ প্রতিমন্ত্রীর

ওয়াসিকা আয়শা খানছবি: সংগৃহীত

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রক্ষেপণ অনুযায়ী চলতি বছরে মূল্যস্ফীতি কমে আসবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বছর শেষে মূল্যস্ফীতি নির্ধারিত লক্ষ্যমাত্রার (৭ দশমিক ৫ শতাংশ) মধ্যে থাকবে বলে তিনি আশা করছেন।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই–ডিসেম্বর) বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী এই আশার কথা জানান।

ওয়াসিকা আয়শা খান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম। মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখতে সরকার গত বছর থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন সংঘাত, আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতির চাপ দেখা যায়, যার ফলে বাংলাদেশেও মূল্যস্ফীতির চাপ প্রকট হয়েছে। ডিসেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতি অর্থবছরের লক্ষ্যমাত্রার (৭.৫০%) চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ বেশি।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৩ সালের ৩০ জুনের তুলনায় কমেছে। ডিসেম্বর ২০২৩ শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৭ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। সরকার ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুব দ্রুত আগের শক্ত অবস্থানে ফিরবে বলে তিনি আশা করছেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) মোট রাজস্ব আহরণের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ বেশি। অর্থবছরের প্রথম ছয় মাসে কর রাজস্ব (এনবিআর এবং এনবিআর–বহির্ভূত) আহরণের প্রবৃদ্ধি পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ এবং করবহির্ভূত রাজস্ব (এনটিআর) আহরণের প্রবৃদ্ধি ৩৪ দশমিক ৬ শতাংশ। এ সময়ে করবহির্ভূত রাজস্ব (এনটিআর) আহরণের পরিমাণ ২৪ হাজার ২৯৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৪৮ দশমিক ৬ শতাংশ।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) এনবিআরের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৩০ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ বেশি এবং চলতি অর্থবছরের বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৩৮ দশমিক ৫ শতাংশ।