রোমানিয়ার ‘ন্যাশনাল অর্ডার ফর মেরিট’ পদকে ভূষিত হলেন এনায়েতউল্লাহ খান
রোমানিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল এনায়েতউল্লাহ খান নাইট পদমর্যাদার ‘ন্যাশনাল অর্ডার ফর মেরিট’ পদকে ভূষিত হয়েছেন। এ পদক প্রদান করেন রোমানিয়ার প্রেসিডেন্ট।
রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুসারে, বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উচ্চপর্যায়ের সংলাপ সমর্থন ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এনায়েতউল্লাহ খানকে এ পদকে ভূষিত করা হয়েছে।
রোমানিয়ায় গুরুত্বপূর্ণ বেসামরিক বা সামরিক পরিষেবার স্বীকৃতিতে ন্যাশনাল অর্ডার অব মেরিট পদক দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জাতীয় অর্থনীতির উন্নয়ন; বিজ্ঞান, শিল্প বা সংস্কৃতির ক্ষেত্রে কৃতিত্ব; রোমানিয়া ও অন্যান্য দেশ বা আন্তর্জাতিক সংস্থার মধ্যে সম্পর্কের উন্নয়নে অবদান; মেধাবী সামরিক সেবা সামরিক অভিযান সংগঠিত ও পরিচালনা; যুদ্ধক্ষেত্রে বা সামরিক সংঘাতের সময় করা কাজ।
এনায়েতউল্লাহ খান একজন বাংলাদেশি গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি উদ্যোক্তা, প্রকৃতি সংরক্ষণবাদী এবং শিল্পের পৃষ্ঠপোষক। তিনি লি কুয়ান ইউ, বিল ক্লিনটন ও ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিয়েছেন।
১৯ বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সর্বকনিষ্ঠ সংবাদ উপস্থাপক এবং বাংলাদেশ বেতারের সংবাদ ভাষ্যকার হন এনায়েতউল্লাহ খান।
এনায়েতউল্লাহ খান ঢাকা কুরিয়ার এবং সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিষ্ঠাতা। তিনি কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে সর্বাধিক পরিচিত।