ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় কাওয়ালি গানের আড্ডায় যোগ দিতে আসা ছাত্র অধিকার পরিষদের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওই নেতার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারীরা তাঁকে মারধর করেছেন। তবে তানভীর এই অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তি হলেন ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সংস্কৃতিবিষয়ক সম্পাদক লুৎফর রহমান। তিনি ‘সিলসিলা’ নামের একটি ব্যান্ডের প্রতিষ্ঠাতা।
ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে লুৎফর রহমান বলেন, ‘টিএসসিতে আজ কাওয়ালি গান ও আড্ডার আয়োজন ছিল। একে কেন্দ্র করে ছাত্রলীগ পুরো টিএসসি ঘেরাও করে রেখেছিল। তাদের গতিবিধি দেখে আমি সরে যাচ্ছিলাম। টিএসসির ডাচ্–বাংলা ব্যাংকের বুথের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানের কয়েকজন অনুসারী আমাকে ঘিরে ধরে। তারা ১০ থেকে ১৫ জন মিলে আমাকে উপর্যুপরি আঘাত করে এবং আমার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আমি একাই তাদের প্রতিরোধ করি। আমার পুরো শরীরে তারা আঘাত করেছে। আমি খুবই বাজেভাবে আহত। তারা আমার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে এবং সঙ্গে থাকা বাদ্যযন্ত্র উকুলেলে ভেঙে ফেলেছে।’
ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আহনাফ সাঈদ খান প্রথম আলোকে বলেন, ‘কাওয়ালি গানের আড্ডা দিতে আমরা টিএসসিতে আসি। এ সময় টিএসসিতে ছিলেন ছাত্রলীগের নেতা তানভীর হাসান। হামলা হতে পারে টের পেয়ে আমরা টিএসসি থেকে সরে যাই। কিন্তু লুৎফর রহমান বিষয়টি বুঝতে পারেননি। তাঁকে একা পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যাপক মারধর করেন। মারধরে আহত হয়ে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, ‘(লুৎফর রহমানের) লাইভটা দেখে নাটক মনে হচ্ছে। এ ধরনের কোনো ঘটনার কথা আমি জানি না, শুনিনি।’