আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মোহাম্মদ আয়াছ। আজ রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নার্গিস আক্তার এ রায় দেন।

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ। তিনি বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৪ মে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মোহাম্মদ আয়াছকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চল চান্দগাঁও সার্কেল। এ সময় তাঁর কাছ থেকে ২৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় করা মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৬ মার্চ আসামি আয়াছের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ছয়জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।