মাংস কাটতে গিয়ে দুই দিনে আহত ৩৪৪
পশু কোরবানি ও মাংস কাটাকাটির সময় বিভিন্নভাবে আহত হয়ে ঈদের দিন ও পরদিন রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৪৪ জন। আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কয়েকজন বেশ জখম হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার সেখানে চিকিৎসা নিয়েছেন ১৬৫ জন। আজ রোববার বেলা দুইটা পর্যন্ত আরও ৭০ জন আহত ব্যক্তি চিকিৎসা নেন। দুই দিনে পাঁচজনকে এ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশই হাত-পা কেটে বা ছুরি ফসকে গিয়ে আহত হয়েছেন। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে।’
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ঈদের দিন ১০৯ জন আহত ব্যক্তি চিকিৎসা নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তিদের অধিকাংশই পশু কোরবানির সময় ধারালো ছুরি বা দা ব্যবহারে দুর্ঘটনার শিকার হয়েছেন।
এ ছাড়া ঈদের আগের দুই দিনে কোরবানির পশু হাট থেকে আনা-নেওয়ার সময় আহত আরও ৩০ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত শুক্রবার ২১ জন আর বৃহস্পতিবার নয়জন চিকিৎসা নিয়েছেন।