ইউএসডিএ অর্গানিক সার্টিফিকেট পেল অর্গানিক নিউট্রিশন লিমিটেড

বাংলাদেশের ফাংশনাল ফুড প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান হিসেবে ইউএসডিএ অর্গানিক (USDA Organic) সার্টিফিকেট পেল অর্গানিক নিউট্রিশন লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানের করপোরেট কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সার্টিফিকেট গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুর রশিদ। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত ফাংশনাল ফুড প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের জন্য অর্গানিক নিউট্রিশন লিমিটেড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ফাংশনাল ফুড বলতে এমন বায়ো-অ্যাকটিভ উপাদান সম্পন্ন খাদ্য পণ্যকে বোঝায়, যা শরীর সুস্থ রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে এবং বেশ কিছু রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রযুক্তি-নির্ভর দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে সুস্থ থাকার ক্ষেত্রে বায়ো-অ্যাকটিভ সমৃদ্ধ খাবারের ভূমিকা নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে এবং এ জাতীয় খাবার কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে মানুষের কল্যাণে ব্যবহার করা যায় তা উদ্ভাবনের নিরলস প্রচেষ্টা চলছে। সেই একই উদ্দেশ্য নিয়েই অর্গানিক নিউট্রিশন লিমিটেড বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিশেষায়িত ফাংশনাল ফুড প্রোডাক্টের মাধ্যমে দেশের জনগোষ্ঠীর সুস্বাস্থ্য বজায় রেখে নীরোগ ও শান্তিময় জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে অর্গানিক নিউট্রিশন লিমিটেড তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।