মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘থ্রাইভিং ইন ভিএলএসআই অ্যানালগ সার্কিট ডিজাইন: আ লিডারশিপ অ্যান্ড এক্সিকিউশন পারসপেকটিভস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শারমিনা জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মাসি বিভাগের প্রধান নারগিস সুলতানা চৌধুরী। মূল আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সিলভাকোর ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং আহমেদ শাহাদাতুল্লাহ মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক কে এম আকতারুজ্জামান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভির আহমেদ ও প্রভাষক নাইমুল হক প্রমুখ।