প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। পুস্তিকায় ৬২ জন দেখানো হলেও সরকারি নথিতে এই সংখ্যা ১০৪। অতীতে রাজনৈতিক সরকারগুলোর সময় ১৫০ থেকে ২৯২ জন পর্যন্ত সফরসঙ্গী দেখা গেছে। এবারের বহরে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারাও রয়েছেন। বিপুল সংখ্যক সফরসঙ্গী নিয়ে প্রশ্ন ওঠায়, অনেকে বিষয়টিকে রাজনৈতিক সরকারের সংস্কৃতির অনুসরণ হিসেবে দেখছেন।