প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন মিয়া আরও এক বছর থাকছেন

মো. তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে মো. তোফাজ্জল হোসেন মিয়াই থাকছেন। তাঁকে আরও এক বছর মেয়াদে একই পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী তোফাজ্জল হোসেন মিয়াকে তাঁর আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ৫ জুলাই বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে পুনরায় চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।

চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন তাঁর অবসরোত্তর ছুটি এবং এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে পরবর্তী এক বছরের জন্য তাঁকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এখন তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে চুক্তি ভিত্তিতে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে তাঁর নতুন এই মেয়াদ শুরু হবে।

এ বছর অবসরে যাওয়ার কথা রয়েছে আরও কয়েকজন সচিবের। ফলে সচিব পদে কিছু পরিবর্তন আসতে পারে। তবে কোনো কোনো সচিব পদে চুক্তি ভিত্তিতে রেখে দেওয়া হতে পারে বলেও আলোচনা আছে।