মিডল্যান্ড ব্যাংকের কটিয়াদী শাখার উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা উদ্বোধন করা হয়েছেছবি: বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জের কটিয়াদীতে গত বৃহস্পতিবার মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার, কটিয়াদী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মালেক, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, এলাকাপ্রধান, ক্লাস্টারপ্রধানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আহসান-উজ জামান তাঁর বক্তব্যে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুরোধ করেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেন। যেকোনো জায়গা থেকে ও যেকোনো সময় আধুনিক ব্যাংকিং-সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার কথাও বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।