সিদ্দিকবাজারে বিস্ফোরণে ৪ জনের মৃত্যুর কথা জানাল ফায়ার সার্ভিস

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতাছবি: খালেদ সরকার

রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দীনমণি শর্মা আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণ ঘটেছে বলে বিকেল ৪টা ৫০ মিনিটে খবর আসে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে চলে যায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়েছে।

দীনমণি শর্মা প্রথম আলোকে বলেন, গুলিস্তানের সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশের সাততলা একটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধারকাজ চলছে।

দীনমণি আরও বলেন, ‘মূলত, নিচতলাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রভাব দ্বিতীয় তলাতেও পড়েছে। আমরা এ পর্যন্ত চারটি লাশ উদ্ধার করেছি। অনেকেই আহত হয়েছেন।’

এর আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

ঠিক পরদিন রোববার ঢাকার সায়েন্স ল্যাবের কাছে একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। আজ আবার বিস্ফোরণের ঘটনা ঘটল।

আজকের বিস্ফোরণের কারণ কী, তা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি।

দীনমণি শর্মা বলেন, ‘আমরা উদ্ধারকাজ নিয়ে ব্যস্ত। অনেকেই আহত হয়েছেন।’