ঢাকায় গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির আমানসহ ৫১ জনের বিচার শুরু

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

পাঁচ বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগ গঠনের সময় জামিনে থাকা আমানউল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবীর খোকনসহ অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন। অভিযোগ গঠনের আগে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

তবে আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলা করেছিল পুলিশ। এখন সে মামলায় আজ আদালত অভিযোগ গঠন করেছেন।

প্রত্যেক আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালের ২২ অক্টোবর রাজধানীর মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড়ে গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় পরে আমানউল্লাহ আমানসহ অন্য বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।