প্রথম আলো ডটকম সেজেছে পাঠকের নকশাকৃত ডুডলে

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডুডল আঁকা প্রতিযোগিতায় সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে তাহসিন হোসাইনের নকশাকৃত ডুডলটি। গতকাল সোমবার প্রথম আলো ডটকমের লোগো সেজেছে তাঁর নকশাকৃত ডুডলেই। আয়োজনটি সম্পর্কে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে জানতে পারেন তাহসিন হোসাইন। তার পর থেকেই তাহসিন হোসাইনের ভাবনা শুরু হয় ডুডলের ডিজাইন নিয়ে। তাহসিন হোসাইন বলেন, ‘ডুডলটি নকশা করার সময় প্রথম আলোর ২৫ বছরে যাত্রাপথের ভাবনা মাথায় রেখেছিলাম। নকশাটি করতে ৪-৫ ঘণ্টার মতো সময় লেগেছে।’

তাহসিন হোসাইনের বেড়ে ওঠা ফরিদপুর জেলার সদরপুর সতেররশিতে। তাঁরা তিন ভাই, এক বোন। তাহসিন বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

তাহসিন হোসাইন

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রথম আলো পাঠকদের জন্য বিভিন্ন সৃজনশীল আয়োজন করে আসছে। ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডুডল আঁকা প্রতিযোগিতাটি ছিল এমনই একটি উদ্যোগ। এই প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয় শিল্পী মনজুর রহমানের আঁকা ডুডল, যেটিতে সেজেছিল ৪ নভেম্বর প্রকাশিত প্রথম আলো পত্রিকা ও প্রথম আলো ডটকমের লোগো।