তাবলিগ জামাতের সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপরে হামলার ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী ও তাঁর অনুসারীদের নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীরা সমাবেশে এ দাবি জানান। সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজধানীর পল্টন থেকে কাকরাইল হয়ে মালিবাগ মোড়ে এসে কর্মসূচি শেষ করেন তাঁরা।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ১ ডিসেম্বর সাদপন্থীরা শত শত মুসল্লি ও শিক্ষার্থীদের ওপর হামলা করেন। একইভাবে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা চালিয়ে নিহত ও আহত করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও তাঁদের জামিন দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, সাদপন্থীরা ভারত ও ইসরায়েলের হয়ে বাংলাদেশের শান্তি ও তাবলিগ জামাতের ভেতরে বিভক্তি সৃষ্টি করেছেন। তাঁরা বাংলাদেশে সাদপন্থীদের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান।