পুলিশে পদোন্নতি-বদলির তদবিরে ক্ষুব্ধ উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন

পুলিশে পদোন্নতি আর বদলির তদবির এই পর্যায়ে পৌঁছেছে যে তা আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায়ও উঠল। তদবিরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের তদবির ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করে। এ ছাড়াও, গ্রাহক প্রতি মোবাইল সিমের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৫টিতে আনার সিদ্ধান্ত হয়েছে, যা নির্বাচনের আগে কার্যকর হবে।