জাবির দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ: হাইকোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে থাপ্পড় দেওয়ার ঘটনায় কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়ে দুই ছাত্রীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

ওই দুই ছাত্রীর করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

দুই ছাত্রী হলেন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া বিনতে ইকরাম ও নওয়াব ফয়জুন্নেসা হলের আনিকা তাবাসসুম। তাঁরা দুজনই নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। তাঁদের মধ্যে সুমাইয়াকে এক বছর ও আনিকাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা গত ২৬ জানুয়ারির অফিস আদেশে বলা হয়, বহিষ্কারাদেশ চলাকালে ওই দুই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ কোনো ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁরা রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। সেই সঙ্গে তাঁদের নিয়মিত পড়ালেখা চালিয়ে নেওয়ার ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তাঁদের ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেন উচ্চ আদালত।

রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সাকিব মাহবুব ও এস এম আরিফুল ইসলাম শুনানিতে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ মাহতাব।

আইনজীবী মাহবুব উদ্দিন সাংবাদিকদের বলেন, কারণ দর্শানো ছাড়া দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এখন তাঁদের পরীক্ষার ফলাফল ঘোষণায় কোনো বাধা নেই।

আইনজীবী নাহিদ মাহতাব প্রথম আলোকে বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।