সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ জানুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

গরুর মাংসের দাম বেড়ে আবার ৭০০ টাকা কেজি, কী বলছেন ব্যবসায়ীরা

আবার বেড়েছে গরুর মাংসের দাম

নির্বাচনের পর রাজধানীর বাজারে গরুর মাংসের দাম বেড়ে গেছে। নির্বাচনের মাসখানেক আগে মাংসের ব্যবসায়ী ও খামারিরা মিলে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন। ক্ষেত্রবিশেষে সেটা কার্যকরও হয়। এর ফলে বাজারে অন্যান্য মাংস ও মাছ মিলিয়ে প্রাণিজ আমিষের দামও কিছুটা কমে। এতে ভোক্তারা স্বস্তি পান। কিন্তু নির্বাচন শেষে গরু সরবরাহে সংকটের কথা বলে ব্যবসায়ীরা মাংসের দাম আবার বাড়িয়ে দিয়েছেন। বিস্তারিত পড়ুন...

নির্বাচনে যাওয়ার জন্য কী কী হয়েছিল, বলতে চাই না: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের
ছবি: সংগৃহীত

ভোটে ভরাডুবি নিয়ে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের একটা অংশের নানা অভিযোগের ব্যাপারে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘যারা বলছে, আমরা টাকা পাইছি, টাকা যে পাইছি, এর সাক্ষী-প্রমাণ কী। বললেই হলো টাকা পাইছি।’
বিস্তারিত পড়ুন...

জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে অভিযোগ, আসছে নতুন সেবা

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ফাইল ছবি

বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে। সচিবালয়ে গতকাল বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেখানেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
বিস্তারিত পড়ুন...

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত পাশে ছিল এবং আছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
ছবি: পিআইডি

বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত পাশে ছিল ও আছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল নিজের দপ্তরে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিস্তারিত পড়ুন...

এই যে ট্রল করা হচ্ছে...সবই তো মিথ্যা: মিনহাজুল

বিসিবির প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন
শামসুল হক

নির্বাচক-ক্যারিয়ারের কি দিগন্ত দেখতে পাচ্ছেন মিনহাজুল আবেদীন? হয়তো, হয়তো নয়। বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভার সম্ভাব্য সময় আগামী সপ্তাহ। ওই সভাতেই ঠিক হতে পারে মিনহাজুলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির ভবিষ্যৎ। অবশ্য এমনও শোনা যাচ্ছে, গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়া এই নির্বাচক কমিটির মেয়াদ বাড়তে পারে আরও ছয় মাস। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন