এবার নজরুল ইসলাম মজুমদারের স্ত্রীর প্লট, ফ্ল্যাট ও শেয়ার অবরুদ্ধ করার আদেশ
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী নাছরিন ইসলামের প্লট ও দুটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর নামে ৫৫টি কোম্পানিতে থাকা শেয়ার জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, ২০ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাছরিন ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা সেনানিবাসে মহাখালীর ডিওএইচএসে তাঁর একটি প্লট ও দুটি ফ্ল্যাট রয়েছে। এর বাইরে নাছরিন ইসলামের ৫৫টি কোম্পানিতে শেয়ার আছে। তদন্তকালে দুদক জানতে পেরেছে, নাছরিন ইসলাম তাঁর নামে থাকা প্লট, ফ্ল্যাট ও শেয়ার হস্তান্তর করার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত তাঁর নামে থাকা প্লট, ফ্ল্যাট ও শেয়ার জব্দ করার আদেশ দেন।
এর আগে গত ৬ মার্চ নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৬টি বাড়ি ও ৮টি প্লট জব্দ করার আদেশ দেন আদালত। পাশাপাশি ৫৫টি কোম্পানিতে তাঁর নামে থাকা ৫৬ কোটি ৬ লাখ ৫৮ হাজার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নজরুল ইসলাম মজুমদার। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট তাঁর ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে নজরুল ইসলামের স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের পুত্র-কন্যার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়। ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
এর বাইরে ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান মাহাতাব উদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক মাহবুবা হাসনাত মাহিন চৌধুরী, ফজলুল করিম ও মিনহাজুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।