রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের হাত ধরেই বাস্তবায়িত হবে আগামীর সমৃদ্ধিশালী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ। তোমাদের হতে হবে কুটিলতামুক্ত, অসাম্প্রদায়িক বিশ্ব নাগরিক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এ কে এম আফজালুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম।