খণ্ডচিত্র: একাত্তর

বধ্যভূমির জল-কাদায়

ডোবে ক্ষতচিহ্ন মৃতগুচ্ছ,

বিনিদ্র ক্ষয়িষ্ণু চোখে ঝরে

মেঘ ভাঙা রক্তজল

উড়ালের ভাষা ভোলে ডানা

ডাকে অবিনাশী অমানিশা

দরজায়,

অন্ধকারে পোড়ে ঘর, বৃক্ষ

নদী ও নারীর চিত্রকল্প

নিবিড় রোদ্দুর লেখা

ভোরের কলম

মেধাবী চশমা, ঘড়ি,

সাইকেল

এবং সকল পথের আলো;

অতঃপর ভালোবাসা ভাঙে

তীব্র ভয়

জেগে ওঠে—

‘আমার সোনার বাংলা...

ভালোবাসি।’