রায়েরবাজারে গণকবর দেওয়া ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানের সময় রায়েরবাজারে গণকবর দেওয়া ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান আজ সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।

পুলিশ কর্মকর্তা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, জুলাই–আগস্ট আন্দোলন চলাকালে অজ্ঞাতপরিচয় ১১৪টি মরদেহ দাফন করা হয়েছিল রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। এই শহীদদের পরিচয় জানার জন্য তাঁদের মরদেহ উত্তোলন প্রয়োজন। এ জন্য লাশ উত্তোলনের অনুমতি চেয়ে ঢাকার সিএমএম আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত রায়েরবাজার কবরস্থানে দাফন করা ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এসিএমএম) শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বলেন, জুলাই–আগস্ট আন্দোলন চলাকালে যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের মধ্যে ১১৪ জনের পরিচয় জানা যায়নি। তাঁদের গণকবর দেওয়া হয়েছিল রায়েরবাজারে। তাঁদের পরিচয় জানা এবং আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য নিহত ব্যক্তিদের মরদেহ উত্তোলন প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, বেওয়ারিশ লাশগুলো জুলাই-আগস্টে দাফন করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম, যারা নাম-পরিচয় না জানা মরদেহ দাফন করে। সংস্থাটির হিসাব অনুযায়ী, রায়েরবাজার কবরস্থানে তারা জুলাইয়ে ৮০ জনের ও আগস্টে ৩৪ জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করেছিল।