‘শক লাগবেই’ প্রচারণা নিয়ে বাংলাদেশে এল পেপসিকোর ‘স্টিং’

পেপসিকো বাংলাদেশে যুক্ত হলো নতুন সফট ড্রিংক ‘স্টিং’ছবি: সংগৃহীত

ভিন্নধর্মী প্রচারণার মাধ্যমে পেপসিকো বাংলাদেশে যুক্ত হলো নতুন কার্বোনেটেড কোমল পানীয় (সফট ড্রিংক) ‘স্টিং’। ‘শক লাগবেই’ বার্তাটি নিয়ে ভোক্তাদের আগ্রহী করার জন্য প্রচারণা শুরু করেছে ব্র্যান্ডটি। একই সঙ্গে ব্র্যান্ডটি নিয়ে এসেছে একটি ভিন্ন রকম মজাদার টিভি বিজ্ঞাপন, যা তুলে ধরছে ‘শক লাগবেই’ প্রতিশ্রুতিকে।

ব্যতিক্রমী এই বিজ্ঞাপন ভোক্তাদের স্টিংয়ের অতুলনীয় স্বাদে তাঁদের মুহূর্তগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলতে উৎসাহী করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পেপসিকোর বাংলাদেশ অঞ্চলের সহযোগী পরিচালক অনুজ গোয়েল বলেন, ‘বাংলাদেশে আমাদের পাওয়ারহাউস ব্র্যান্ড স্টিং নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। স্টিংয়ের অনন্য স্বাদ আর এই অসাধারণ ক্যাম্পেইন আমাদের উদ্যমী ভোক্তাদের আকর্ষণ করবে। পাশাপাশি তরুণ ভোক্তাদের আগ্রহী করে তুলবে বলে আমার বিশ্বাস।’

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বিপণনপ্রধান মো. শরফুদ্দিন ভূঁইয়া শ্যামল বলেন, ‘বাংলাদেশে স্টিং লঞ্চ করা হয়েছে এ দেশের তরুণদের কথা মাথায় রেখেই। আমার বিশ্বাস, স্টিংয়ের অতুলনীয় স্বাদ, ইউনিক প্যাকেজিং আর অনন্য রং তরুণদের আকর্ষণ করবে। আশা করছি, দ্রুতই স্টিং এ দেশের তরুণদের পছন্দের সেরা কোমল পানীয় হয়ে উঠবে।’

উল্লেখ্য, স্টিংয়ের ২০০ মিলিলিটার বোতলটির দাম ৩০ টাকা। পাওয়া যাবে রিটেইল আউটলেটসহ দেশের সব শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে।