পায়ে অস্ত্রোপচারের পর ভালো আছেন আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদকে ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়ফাইল ছবি: প্রথম আলো

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙুলগুলোতে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসাধীন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, গতকাল রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা আনু মুহাম্মদের অস্ত্রোপচার করা হয়। তাঁর ঊরু থেকে চামড়া নিয়ে ক্ষতটি পুনর্গঠন করা হয়েছে। তিনি ভালো আছেন। পাঁচ দিন পর আবার ড্রেসিং করা হবে।

আনু মুহাম্মদের স্ত্রী শিল্পী বড়ুয়া আজ সোমবার প্রথম আলোকে বলেন, গতকাল চিকিৎসকেরা তাঁর বাঁ পায়ের ক্ষতিগ্রস্ত পাঁচটি ও ডান পায়ের একটি আঙুলে অস্ত্রোপচার করেছেন। তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বার্ন ইউনিটে গিয়ে আজ কথা হয় আনু মুহাম্মদের এক শুভানুধ্যায়ী মাহতাব উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকেরা খুবই আশাবাদী। সবকিছু ভালো থাকলে আগামী বৃহস্পতিবার পায়ের ব্যান্ডেজগুলো খুলে দেওয়া হবে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ভালো হলে ফিজিওথেরাপি দেওয়া হবে। তখন তিনি আবারও হাঁটতে পারবেন।

দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে ২১ এপ্রিল তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তাঁর পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তাঁর দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।